গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিতে হতাশ ইইউ: ইফতেখারুজ্জামান

iftekharujjaman ইফতেখারুজ্জামানসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিতে হতাশ সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদল।
মঙ্গলবার সন্ধ্যায় এবিসি নিউজ বিডির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের সুশীল সমাজের একটি প্রতিনিধিদল বৈঠক করেণ ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে। বৈঠকে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ছাড়াও অর্থনীতিবিদ দেবপিট্রয় ভট্টাচার্য, সাবেক কূটনীতিক ফারুক সোবহান ও অধিকার সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান উপস্থিত ছিলেন।
টিআইবির নির্বাহী পরিচালক এবিসি নিউজ বিডিকে বলেন, ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে বিচার বহির্ভুত হত্যাকান্ডে হতাশ। প্রতিনিধিদল বলেছে, তারা বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন প্রত্যাশা করে। এখানের মানবাধিকার পরিস্থিতি উদেদ্বগজনক জানিয়ে তারা বলেছে, এ নিয়ে একাধিকবার সরকারকে তাগিদ দেওয়া হলেও সরকার বিষয়টিতে বরাবরই উদাসিনতার পরিচয় দিচ্ছে। তাই এখন ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদল হতাশ।
এছাড়াও বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী অবস্থা, উপজেলা নির্বাচনসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ