লিপস্টিকের ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঠোঁট যেমনই হোক, সুন্দর করে তোলার জন্য রয়েছে নানা উপায়। আর ঠোঁটের সৌন্দর্য বাড়াতে লিপস্টিক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। কিছুদিন আগেও ন্যাচারাল টোনের লিপস্টিকের চল ছিলো বেশি। কিন্তু এখন লিপস্টিকের ফ্যাশন চলছে ভিন্ন। হালকা গোলাপি, কমলা, বাদামি, হালকা বেগুনি লিপস্টিক বেশি চলছে। তবে লিপস্টিকে এ সময়কার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কমলা, বাঙ্গি ও জাম রং। আর লালের আবেদন তো সব সময়ই আছে। শুধু খেয়াল রাখতে হবে, কোথায় আর কোন সাজের সঙ্গে ব্যবহার করছেন।
লিপস্টিক বেছে নেওয়ার কৌশল:
* ত্বকের ধরনের সঙ্গে কোন রং ব্যবহার করা যাবে, তা দেখে নিন। ভালো ব্র্যান্ডের রেগুলার রং থেকে পছন্দ করুন। এমন একটি রং বেছে নিন, যা আপনার ঠোঁটের ন্যাচারাল টোনের সঙ্গে মিশে যায়।
* যাদের ঠোঁট একটু চওড়া তারা বাদামি, বেগুনি বা তামাটে রং ব্যবহার করুন। ঠোঁট যাদের চিকন, তারা গোলাপি, পিচ, হালকা কমলা বা ন্যাচারাল টোনের লিপস্টিক ব্যবহার করুন।
* সাধারণত মেকআপ যদি হালকা হয়, সে ক্ষেত্রে গাঢ় লিপস্টিক ব্যবহার করুন। আর খুব ভারী চোখের মেকআপ হলে হালকা বা ন্যাচারাল টোন ভালো মানাবে।
ঠোঁটে সঠিকভাবে লিপস্টিক ব্যবহারের কিছু টিপস নিচে দেওয়া হলো :
লিপলাইনার : যে লিপস্টিক ব্যবহার করছেন, তার রঙের চাইতে এক শেড গাঢ় লিপলাইনার ব্যবহার করবেন। প্রথমে লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নেবেন। এতে আপনার লিপস্টিক দেওয়া সহজ হবে।
লিপবাম/চ্যাপস্টিক : লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম কিংবা চ্যাপস্টিক লাগিয়ে নিন। এতে ঠোঁট আদ্র থাকবে এবং আপনার লিপস্টিক সুন্দরভাবে ঠোঁটে বসবে।
লিপস্টিক : আপনি চাইলে সরাসরি ঠোঁটে লিপস্টিক দিতে পারেন। কিন্তু এটা সবদিক দিয়ে সমান না-ও হতে পারে। তাই ঠোঁটের ব্রাশ ব্যবহার করুন। লক্ষ্য রাখবেন ব্রাশটি যেন পরিষ্কার এবং শুষ্ক থাকে। ব্রাশের সাহায্যে লিপস্টিক ঠোঁটে লাগান।
ঠোঁট শুকিয়ে নিন : টিস্যুপেপার দিয়ে ঠোঁট শুকিয়ে নিন যাতে লিপস্টিকের স্থায়ীত্ব বেশিক্ষণ হয়।
লিপগ্লস : ঠোঁটে শাইনী লুক আনার জন্য চাইলে লিপগ্লস ব্যবহার করতে পারেন।
আবার লিপস্টিক ব্যবহার করুন : প্রয়োজন হলে দ্বিতীয়বার লিপস্টিক ব্যবহার করুন। যদি আপনি খুব যত্ন নিয়েও লিপস্টিক দিয়ে থাকেন, তাহলেও কয়েক ঘণ্টার মধ্যে এর রঙ হালকা হয়ে যেতে পারে। তাই ঠোঁটের উজ্জ্বলতা অনেকক্ষণ ধরে রাখার জন্য দ্বিতীয়বার ঠোঁটে লিপস্টিক ব্যবহার করুন।