উগ্র সাম্প্রদায়িকতায় সৃষ্টি হচ্ছে বিভেদ: যোগাযোগমন্ত্রী

obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িকতা ও ধর্মীয় কুসংস্কার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অমঙ্গলজনক। আসুন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে একসাথে কাজ করি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন টেলিকম অডিটরিয়ামে আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে দেশকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আত্মত্যাগ ও তার মহানুভবতায় জাতি একটি স্বাধীন দেশ পেয়েছে। তার আত্মদান পৃথিবীতে বিরল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অনেক সদস্য নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা উল্লেখ করতে হলে পুলিশের অবদানের কথাও স্বীকার করতে হবে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের ৪৩ বছর পরেও দেশের স্বাধীনতা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশের জন্যই জনগণকে পুলিশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, মুক্তিযুদ্ধ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। দেশকে ভালোবাসতে হলে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশের উন্নয়নে সকলকেই নিরলসভাবে কাজ করে যেতে হবে।

সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় পুলিশ বাহিনীর সফলতার প্রসঙ্গে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

ডিএমপি কমিশনার বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডিশনাল আইজি শহিদুল হক, ডেপুটি আইজি আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ