লাখো কণ্ঠে জাতীয় সংগীতে বিশ্বরেকর্ড
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ । রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অন্তত ২ লাখ ৫৪ হাজার ৬শ’ ৮১ জন মানুষ এক সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন জাতীয় সংগীত। বুধবার বেলা ১১টায় শুরু করার কথা থাকলেও বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে বেলা ১১টা ২০ মিনিটে এ কর্মসূচি শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। ছিলেন সামরিক ও বেসামরিক ঊধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সকাল থেকেই জনস্রোত আসতে থাকে প্যারেড গ্রাউন্ডের দিকে। ১০টার মধ্যেই মাঠ কানায় কানায় প্যারেড গ্রাউন্ড ভরে যায়।
এদিকে মাঠে জায়গা না পেয়ে বাইরে অংশ নিয়েছেন আরো প্রায় কয়েক লাখ মানুষ।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতো বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশিত হলো। যা ইতোপূর্বে গাওয়া পৃথিবীর সব সংগীতের রেকর্ড ভঙ্গ করবে। আর এনিয়ে সমগ্র জাতির মধ্যে ছিল প্রবল আগ্রহ-উদ্দীপনা।
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজন বাস্তায়ন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। মানব পতাকার পর এটি বাংলাদেশের জন্য জাতীয় সংগীতের আরেকটি বিশ্ব রেকর্ড।