ব্রাদারহুড সমর্থকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, মানবাধিকারের লঙ্ঘন

navi pillai uno জাতিসংঘআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিশরের মুসলিম ব্রাদারহুড এবং প্রেসিডেন্ট মুরসির ৫২৯ জন সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ।সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই এ মন্তব্য করেন। খবর বিবিসি’র।

তার একজন মুখপাত্র জানান,  অনেক তাড়াহুড়ো করে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, অনিয়মে ভরপুর ছিল এ রায়। এ বিচারের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ এবং একটি দলের কর্মী-সমর্থকরা কখনোই রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে পারেন না।

সোমবার খুনসহ আরও বেশ কিছু অপরাধের অভিযোগে মিশরের পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দেন কায়রোর একটি আদালত। গত বছরের আগস্ট মাসে মিনইয়া শহরের মাতায়া এলাকায় সংঘটিত এক দাঙ্গায় একটি পুলিশ দপ্তরের উপ-প্রধান নিহত হন।

নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের ১ হাজার ২০০ অভিযুক্তদের মধ্যে এ ৫২৯ জনের রায় দেয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ