মেনেনদেজের অভিযোগ সত্য নয় : বাণিজ্যমন্ত্রী

Tofayel Ahmed তোফায়েল আহমেদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বানিজ্য মন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে মার্কিন সিনেটের অর্থনৈতিক সম্পর্ক কমিটির সভাপতি রবার্ট মেনেনদেজ যে অভিযোগ করেছেন তা সত্য নয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুতের মাধ্যমে রবার্ট মেনেনদেজের বক্তব্যর জবাব যথাসময়ে দেবে সরকার।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বানিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে জিএসপি নিয়ে এ্যাকর এবং এলায়ান্স প্রতিনিধিদের সাথে এক বৈঠকের পর সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বানিজ্য মন্ত্রী জিএসপি ফিরে পেতে সব শর্ত পূরণের কথা উল্লেখ করে বলেন, শুধু জিএসপিই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে সব পন্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।
তোফায়েল আহমেদ বলেন, এলায়ান্স ও এ্যাকোর্ড বাংলাদেশের ৬৭৫টি পোশাক কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র ১টি ভবনের অবস্থা খারাপর দেখতে পেয়েছে। এই ভবনে তিনটি পোশাক কারখানা আছে। তারা পরিদর্শন শেষে সরকারের কাছে সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ