সোনালী ব্যাংকের ৩ মামলা হলমার্কের বিরুদ্ধে
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রায় ২২ কোটি টাকা ঋণ খেলাপীর অভিযোগে হলমার্কের বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে পৃথক তিনটি মামলা করেছে সোনালী ব্যাংক।
ঢাকার অর্থঋণ আদালত-১’র বিচারক মো. রবিউজ্জামানের আদালতে ব্যাংকটির রুপসী বাংলা শাখার কর্মকর্তা আব্দুস সালাম মামলা তিনটি দায়ের করেন। মামলায় হলমার্ক প্যাকেজিং লিমিটেড, হলমার্ক স্টাইল লিমিটেড এবং হলমার্ক এক্সেসরিজ লিমিটেডকে বিবাদী করা হয়।
হলমার্কের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে, হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম জামিনে রয়েছেন।
মামলায় বলা হয়েছে, হলমার্কের এই তিনটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের হোটেল রুপসী বাংলা শাখা থেকে ২১ কোটি ৭১ লাখ ২২ টাকা ঋণ নেয়। দুই বছর অতিবাহিত হলওে প্রতিষ্ঠান তিনটি ব্যাংকের টাকা পরিশোধ করেনি।