আগামী বাজেটে বিদ্যুৎ-জ্বালানী কৃষি ও মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে: অর্থমন্ত্রী

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ২০১৪-২০১৫ সালের বাজেটে বিদ্যুৎ-জ্বালানী, কৃষি ও মানব সম্পদ উন্নয়নকে অগ্রধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইকোনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) ও বালাদেশ অর্থনীতি সমিতি (বিইএফ) এর প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী ২০১৪-২০১৫ সালের বাজেট সম্পর্কে বলেন, ‘আগামী বাজেট আড়াই লাখ কোটি টাকার মত হতে পারে। এ থেকে (আড়াই লাখ কোটি টাকা) ১০ বা ১১ হাজার কোটি টাকা এদিক-সেদিকও হতে পারে। তবে এটা এখনো ঠিকঠাক কিছুই হয়নি।’

গবেষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট আলোচনা শুরু হলো। ৫ জুন অর্থমন্ত্রী বর্তমান সরকারের প্রথম এবং তার অষ্টম বাজেট পেশ করবেন।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মতবিনিময় চলবে। এরপর এসব আলোচনা থেকে যেসব সুপারিশ আসবে- সেগুলো পর্যালোচনা করে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। আলোচনার পরে জুনের শেষের দিকে তা পাস হবে।
নতুন সরকারের প্রথম বাজেটে আগের মতোই কৃষি, মানবসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মুহিত। তবে এবার পর্যটনকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গত কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৭-এর মধ্যে ওঠানামা করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সাল নাগাদ আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হতে পারব।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ