আ’লীগেরও অনেকে এ সরকার পছন্দ করে না: হান্নান শাহ

asm Hannan Shah আ স ম হান্নান শাহরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এই সরকারকে দেশের জনগণ পছন্দ করে না। আওয়ামী লীগের অনেকেই এই সরকার পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে পাঁচ জানুয়ারি নির্বাচনে ৫ শতাংশ ভোট পেতো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির ‍সদস্য আসম হান্নান শাহ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলয়াতনে জাগপা মহানগর কমিটি আয়োজিত ‘জুলুমতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ বলেন, ‘৫ শতাংশ ভোট পাওয়ায় বোঝা যায় আওয়ামী লীগের অনেকে সেদিন ভোট দেয় নাই।’

তিনি বলেন, ‘জনগণের অধিকার লঙ্ঘন করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। মানবতা বিরোধীদের বিচার আপনারা চান। আমিও মানবতা বিরোধীদের বিচার চাই। কিন্ত এখন যে আপনারা হত্যা করছেন। তাদের বিচারও আমরা চাই। জনগণ একদিন এই বিচার করবে।’

জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘গতকাল লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়া হয়েছে। কিন্ত সৈনিক মাসুদ মৃত্যুর সময়ও বলে ছিলেন আমার সোনার বাংলা আমি তোমার ভালবাসি। সেদিনের আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি আর বুধবারের সোনার বাংলা আমি তোমায় ভালবাসি এক নয়।’

সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে রেখেছেন। তার পরিবারের কথা একবারও ভাবলেন না।’

শেখ হাসিনার উদ্যেশে তিনি বলেন, ‘আপনি যে পথে হাঁটতে শুরু করেছেন। এখনও আপনার মাথার উপর শেখ মুজিবুর রহমানের ছবি আছে। একদিন দেখতে পাবেন সেখানে মহাত্মা গান্ধীর ছবি।’

তিনি বলেন, ‘আমরা ধরে নিয়েছি হিন্দু মানে আওয়ামী লীগ। কিন্তু আপনাদের এই পাতানো নির্বাচনে তারাও ভোট দেয় নাই।’

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফায়াত কাদের চৌধুরী বলেন, ‘নির্বাচন করে এই সরকার পরিবর্তন করা যাবে না। এই সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। নতুন প্রজন্ম আপনাদের সঙ্গে আছে। দেশের মানুষ আর কত কষ্ট পাবে। তারা খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা আর ঘরে বসে থাকবেন না।’

জাগপা মহানগর কমিটির সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মমিন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ