শেখ মুজিব জয় পাকিস্তান বলেছিলেন : খোকা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, শেখ মুজিব ৭ মার্চের ভাষণের শেষে জয় বাংলা, জয় পাকিস্তান বলেছিলেন। কিন্তু সেই অংশটি এখন আর বাজানো হয় না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু সেদিন তার ঘোষণা দেওয়া উচিত ছিল। তিনি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে এদেশের এত মানুষের প্রাণহাণী হতো না।
তিনি আরও বলেন, শেখ মুজিব ৭ মার্চের ভাষণে বলেছিলেন, ৭ কোটি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না এই বক্তব্যের সমালোচান করে তিনি বলেন, শেখ মুজিব পূর্ব পাকিস্তানের কথা বলেননি কারণ তখন পূর্ব পাকিস্তানে লোক সংখ্যা ৭ কোটি ছিল না, ছিল ৪ কোটি। সমগ্র পাকিস্তানের লোক সংখ্যা ছিলো ৭ কোটি।
বেশি বাড়াবাড়ি না করার জন্য আওয়ামী লীগের নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আপনারা যদি মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে বেশি কথা বলেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে বলতে বাধ্য হব।
খোকা বলেন, বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবের লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া।