মাশরাফির ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হংকংয়ের মত দলও এখন হারায় বাংলাদেশকে! এরপর তো সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজ রীতিমত ছেলেখেলা খেলেছে বাংলাদেশকে নিয়ে। তাই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ক্ষোভ জানিয়েই বলেছেন,বিশ্ব টি-টোয়েন্টির পর পরিবর্তন আসবে দলে। এটাকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে বললেন,‘ হংকংয়ের সঙ্গে বাজে ভাবে হেরেছি। যেটা আমরা নিজেরাও প্রত্যাশা করিনি। লজ্জাজনক হারের পর বোর্ডের সভাপতি এমনটি করতেই পারেন।উনি আমাদের বকাবকি কিছু করেননি, বুঝিয়েছেন। চেষ্টা করছেন সবাইকে যতটুকু সাহায্য করা যায়। আমরাও চেষ্টা করছি, যে অবস্থায় আছি, তার চেয়ে ভালো অবস্থায় দলকে নিয়ে যাওয়ার। দলে পরিবর্তন নিয়ে মন্তব্য করা কঠিন। তবে দল এভাবে দু’টি ম্যাচ হারলে কথা হওয়াটাই স্বাভাবিক।’
ভারতের বিপক্ষে শুক্রবার হারলেই সেমিফাইনালের রেস থেকে বিদায় নিবে বাংলাদেশ। অবশ্য সেমিফাইনালের আশা বাংলাদেশ করেওনি। তবে ভারতের বিপক্ষে ভালো খেলার প্রতিশ্রুতিই দিলেন মাশরাফি,‘আমরা চেষ্টা করবো যতটা সম্ভব লড়াই করার। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে জয়ের জন্য খেলা। তবে সবার আগে ভালো শুরু করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে হবে। আমাদের মাঠে গিয়ে ভালো খেলতে হবে। চেষ্টা করতে হবে সামনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর।’
বাজে সময়কে পেছনে ফেলতে বাংলাদেশ দল অনেক পরিশ্রম করছে বলেও জানান মাশরাফি। তবে দলে কোন বিভেদ নেই বলেই জানালেন তিনি,‘আমি খুশি, দলের সবাই এক সঙ্গে আছে। আমরা এক হয়ে সবাই সবাইকে সহায়তা করার চেষ্টা করছি।আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছি। কোনো দল একটা ম্যাচ তখনই হারে যখন আত্মবিশ্বাস ঘাটতি পড়ে।’