তিতাস গ্যাসের ৯ কর্মকর্তাকে দুদকে তলব

dudok hall mark দুদক হল মার্করিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নানা অনিয়ম ও দুর্নীতি উদঘাটনে তিতাস গ্যাসের উপ মহাব্যবস্থাপকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৩ এপ্রিল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী তিতাস গ্যাস কোম্পানির ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে।

নোটিশে তিতাস গ্যাসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী শামসুজ্জামান, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম ও ফখরুল ইসলামকে আগামী ১৩ এপ্রিল সকাল ১০টায় এবং এসএম মাহমুদুল হক, হেদায়াতুল ইসলাম, আজিজুল হক, মীর মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ কে ১৫ এপ্রিল সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে।

সূত্র জানায়, অভিযুক্তরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার পরও নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে তিতাস গ্যাস সংযোগে নানা অনিয়ম করেছে। তারা প্রতিটি বসতবাড়িতে ১ লাখ টাকা এবং প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ লাখ টাকা নিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ