চাট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

jorimana জরিমানারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্টগ্রাম নগরীতে চারটি পানি বাজারজাতকরণ প্রতিষ্ঠানকে দু’লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতেয়াজ এর নেতৃত্বে অভিযানে অনুমোদনহীন ও অবৈধ লগো ব্যবহার করার কারণে এসব প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন বিএসটিআই একটি প্রতিনিধিদল  ও পুলিশের একটি বাহিনী।

চার প্রতিষ্ঠানগুলো হল, ওআইসিস পিউর ড্রিংকিং ওয়াটার, ডিউ ড্রাপস ড্রিংকিং ওয়াটার, থানহা ড্রিংকিং ওয়াটার এবং সাজ ড্রিংকিং ওয়াটার।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতেয়াজ সাংবাদিকদের বলেন, ‘বিএসটিআই ১৯৮৫ সালে অধ্যাদেশ অনুসারে (সংশোধন ২০০৩ অনুসারে) এ চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ