লেবাননের নতুন প্রধানমন্ত্রী তাম্মাম সালাম

images

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাম্মাম সালামের নাম ঘোষণা করা হয়েছে। এ পদে নির্বাচিত হওয়ার আগে, প্রতিবেশি সিরিয়ার সঙ্গে সঙ্কট না বাড়ানোর অঙ্গীকার করেছেন তিনি।

তাম্মাম সালামের নাম ঘোষণা করেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলায়মান এবং তাকে নতুন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন। তাম্মাম সালাম এর আগে লেবাননের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর সালাম বলেন, রাষ্ট্রীয় বিভাজন, রাজনৈতিক ভেদাভেদ ও প্রতিবেশি সিরিয়ার সঙ্গে দুঃখজনক পরিস্থিতি অবসানের জন্য তিনি কাজ করবেন।

লেবাননের জাতীয় সংসদে দু’দিন পরামর্শের পর শনিবার সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করে এবং ১২৮ জন সংসদ সদস্যের মধ্যে ১২৪ জন তার পক্ষে ভোট দেন।

এর আগে, গত ২২ মার্চ সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পদত্যাগ করেন। আগামী জুনে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন নিয়ে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার মধ্যে অচলাবস্থা দেখা দেয়ার পর তিনি পদত্যাগ করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ