রোববার ১২টা পর্যন্ত ডাক্তারদের ধর্মঘট স্থগিত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহীর সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট রোববার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসক নেতারা। এসময় রোববার দুপুর ১২টার মধ্যে গ্রেফতারকৃত চিকিৎসক শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলকে মুক্তি দেয়ার সময় বেধে দেয়া হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখার সভাপতি ডা. এস আর তরফদার এ তথ্য জানান।
চিকিৎসককে জেলে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজশাহীর সরকারি, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেয়।ফলে ভোগান্তিতে পড়ে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনরা।
স্থানীয় মেডিকলে কলেজ হাসপতালসহ সরকারি হাসপাতালগুলো খোলা থাকলেও বৃহস্পতিবার থেকে চিকিৎসক নেই।
রাজশাহী মেডিকেল কলেজে ( রামেক) চিকিৎসকদের ধর্মঘট চলাকালে শুধু জরুরি বিভাগগুলতে সীমিত আকারে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক রোগী মারা গেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালের কোনো চিকিৎসক তাকে চিকিৎসা দেননি।
মৃত আশরাফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তার ছোট ভাই আরিফুল ইসলামের অভিযোগ, চিকিৎসকদের ধর্মঘটের কারণে চিকিৎসার অভাবেই তার ভাই মারা গেছেন।
চিকিৎসকদের ধর্মঘটের কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন নগরীতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকায় রামেক হাসপাতালে চাপ বেড়েছে।
ভুল চিকিৎসায় নগরীর ডলফিন ক্লিনিকে এক রোগীর মৃত্যুতে বৃহস্পতিবার করা এক মামলায় বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক শামিউল উদ্দিন আহমেদ শিমুলকে কারাগারে পাঠায় আদালত।
এর প্রতিবাদে বেসরকারি ক্লিনিক মালিকের পক্ষ এক সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার বিকাল থেকে ধর্মঘটের ডাক দেয়।
সম্মেলনে তারা জানান, শিমুলের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে।