ছাত্রদলের ধর্মঘট চলছে ইবিতে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ধর্মঘট পালন করছে। ধর্মঘট চলাকালে শনিবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাসে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাওয়ার পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে তিনটি এবং ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে কারাগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি বাসে ভাঙচুর চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার থেকে ছাত্রদলের লাগাতার ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্লাস বন্ধ রয়েছে। তবে পরীক্ষা চলছে।
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মামুনুর রহমান সাংবাদিকদের জানান, তিনটি বাস ভাঙচুরের কথা শুনেছি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক বলেন, বাস ভাঙচুরের সঙ্গে আমাদের কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই।
গত বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার থেকে লাগাতার ধর্মঘটের এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান গত দুই মাস ধরে কারাগারে রয়েছেন। তাদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা প্রদানসহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে ইবি থানায় করা মামলায় গত ১০ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান এবং ২৯ জানুয়ারি সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে আটক করে পুলিশ। বর্তমানে তারা কুষ্টিয়া কারাগারে রয়েছেন।