টাঙ্গাইল-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, টাঙ্গাইলঃ উদ্বেগ উৎকন্ঠার মধ্যে শুরু হয়েছে টাঙ্গাইল -৮ শূন্য আসনের ভোটগ্রহণ। আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। শনিবার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে ভোট।
এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনের জন্য ১৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে কমিশন। আগামী ১৯ এপ্রিলের মধ্যে এ উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ উপনির্বাচনে স্ট্র্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে পর্যাপ্ত পরিমাণ র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্য।
গত বৃহস্পতিবার মধ্যরাতেই (রাত ১২টা) শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরণের প্রচার-প্রচারণা। একইসঙ্গে বন্ধ হয়েছে সব ধরণের যান্ত্রিক যান চলাচল।
আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় ও স্বতন্ত্র মুহম্মদ আবু সাঈদ মিয়া, মো. আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী ও সাদেক সিদ্দিকী।
দুই উপজেলা ও দুই পৌরসভা নিয়ে গঠিত এ শূন্য আসনে মোট ভোটার ৩০ লাখ ৭ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৫৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮০৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি, ভোটকক্ষ ৭১১টি।