ছিনতাইকারীর ছুরির আঘাতে রাজধানীতে আহত ২
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর শাহজাহানপুর ও চকবাজার এলাকায় শুক্রবার রাতে ও শনিবার ভোরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীরা দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি ভিডিও ক্যামেরা ও বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
এ ঘটনায় কাজী শহিদুল ইসলাম (৫৮) ও আলমগীর হোসেন (২০) নামে দু’জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহিদুল ইসলামের ছেলে উদয় জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও শেষে বাসায় ফিরছিলেন শহিদুল ইসলাম। রাজরবাগ পুলিশ হাসপাতালের সামনে পৌঁছামাত্র একটি প্রাইভেটকারযোগে চার ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা শহিদুলকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে তাকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক। আহত কাজী শহিদুল ইসলাম ৪২৭ উত্তর শাহজাহানপুরের কাজী বদরউদ্দিনের ছেলে।
অন্যদিকে, পুরান ঢাকার ইসলামবাগে ছিনতাকারীরা আলমগীর হোসেন নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
আহত আলমগীর হোসেন জানান, শনিবার ভোর ৫টার দিকে আমি আমার ইসলামবাগের বাসা থেকে কারওয়ার বাজারের উদ্দেশ্যে বাহির হই। ইসলামবাগ মোড়ে পৌঁছামাত্র তিন ছিনতাইকারীরা আমার পিঠে ও ডান হাতে দুটি কোপ দিয়ে ব্যবসায়ের মুলধনের সমস্ত টাকাগুলো নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আহত আলমগীর কুমিল্লা জেলার আবুল হোসেনের ছেলে।
ঘটনার দুইটি সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনজার্চ মোজাম্মেল হক।