সরকার দেশকে শেষ করে ফেলেছে: খালেদা জিয়া

khaleda Zia pressclub খালেদা জিয়ামনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বর্তমান সরকার দেশকে শেষ করে ফেলেছে। দেশে গণতন্ত্র নেই, দেশে গণতান্ত্রিক সরকার নেই। এ সরকার সম্পূর্ণ অবৈধ। এরা জোর করে ক্ষমতায় বসে আছে। মানুষের ওপর  জুলুম নির্যাতন চালাচ্ছে। এ অত্যাচারী জুলুমবাজ সরকারের ক্ষমতা থেকে সরানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা  বলেন।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বক্তৃতা করেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, ঢাকা রির্পোর্টাস ইউনিটিরি সাধারণ সম্পাদক ইলিয়াস খান, চট্টগ্রামের শামসুল হক হায়দারী, খুলনার আনিসুজ্জামান, রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি সরদার আব্দুর রহমান, বগুড়ার  ফজলে রাব্বী ডলার, কুষ্টিয়ার নজরুল ইসলাম মুকুল, যশোরের মহিদুল ইসলাম মন্টু, দিনাজপুরের জি এম হিরু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ প্রমুখ।

কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ১১টা ৫০ মিনিটে।

বিএফইউজের সাধারণ নির্বাচন রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন- বিএফইউজের বর্তমান  মহাসচিব শওকত মাহমুদ সভাপতি পদে ও মহাসচিব পদে এম এ আজিজ। অপর প্যানেলে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও মহাসচিব পদে  ডিইজের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ