উত্তর কোরিয়ার যুদ্ধ ঘোষণা ঃ দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাজ্য

_66790805_66790800

দক্ষিণ কোরিয়ার সাথে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। ৬ এপ্রিল এক বিবৃতিতে উত্তর কোরিয়া এ ঘোষণা দিয়েছে। এর আগে ৫ এপ্রিল মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া দাবি করেছে, তারা দক্ষিণ কোরিয়ার সাথে যে যুদ্ধ ঘোষণা করেছে তা অভ্যন্তরীণভাবে মোকাবেলা করা হবে। উত্তর কোরিয়া যেহেতু দক্ষিণ কোরিয়ার সাথে একটি যুদ্ধাবস্থায় প্রবেশ করেছে তাই দুদেশের মধ্যকার বিষয়গুলো যুদ্ধকালীন চুক্তি অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে ৬ এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ড ও তাদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের দু’টি স্টিলথ বোমারু বিমান ৪ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে উড়ে যাওয়ার পর তিনি এ নির্দেশ দেন।

কিম উন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে ৪ এপ্রিল রাতে জরুরি বৈঠক করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে তাদের রকেট ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। সামরিক শক্তি প্রদর্শনেও মার্কিন যুক্তরাষ্ট্র সমানে সমান। ওয়াশিংটন পিয়ংইয়ং এর যুদ্ধের হুমকিতে ভীত নন তারা উত্তর কোরিয়ার যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। ফলে শক্তি প্রদর্শনের যে লড়াই শুরু হতে যাচ্ছে তা ভয়াবহ পরিণতির ইঙ্গিতবাহী বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

অবশ্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানান, তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন তা বুঝেশুনেই নিচ্ছেন। তাদের বিশ্বাস বিদ্যমান পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে বোঝাপড়ার সময় এসেছে। ফলে উত্তর কোরিয়ার এই ঘোষণা সময়োপযোগী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ