যুদ্ধাপরাধীদের মদদদাতাদেরও বিচার হবে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁদপুরঃ এমভি বাঙালি উদ্বোধনের পর তাতে চড়ে চাঁদপুরের মতলবের মোহনপুর যাওয়ার পর ডেকে দাঁড়িয়েই শনিবার দুপুরে মেঘনা পাড়ে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে তাদেরও বিচার করা হবে।
হাসিনা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর হত্যা-ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছিল; ক্ষমতা দখলের পরে লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে।
মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হাসিনা বলেন, মুজিব আদর্শের সকল সৈন্যকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।
তিনি বলেন, বাংলার মানুষের মুখে হাসি ফোটাবো। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। দরকার হলে বাবার মতো বুকের রক্ত দিয়ে যাব।
ঢাকা থেকে রওনা হয়ে মোহনপুরের পথে জাহাজে থেকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে বুড়িগঙ্গা, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা বৃদ্ধি, পরিবেশদূষণ রোধে বর্জ্য পদার্থের প্রবেশমুখ বন্ধ এবং অবৈধ অবকাঠামো অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এসব কাজে গতি আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনাও হাসিনা দেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবূল হক শাকিল সাংবাদিকদের জানিয়েছেন।
এ সময় ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কাজী ফিরোজ রশিদ চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।