রায়গঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ সোনালী খাতুন (২০) রায়গঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে সোনালী খাতুনের সাথে তার স্বামী মজিবর রহমানের সাথে পারিবারিক কলহ চলে আসছিলো। শুক্রবার রাতের খাবার খেয়ে সোনালী ঘুমাতে যায়। শনিবার সকালে বাড়ির লোকজন ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের ধারণা রাতে তাকে হত্যা করে ঘরের ভিতরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদউদ্দিন ভূইয়া লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।