কর্ণাইয়ে গণজাগরণ মঞ্চের সহায়তা এখনো যায়নি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, দিনাজপুরঃ দশম জাতীয় সংসদ নির্বাচন বিরোধীদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত দিনাজপুরের কর্ণাই গ্রামের মানুষ গণজাগরণ মঞ্চ ঘোষিত সহায়তার অর্থ এখনো পায়নি।
গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন দিনাজপুর সদরের কর্ণাই গ্রামে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে নির্বাচন বিরোধীরা।
সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান ও ব্যক্তির মতো গণজাগরণ মঞ্চও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়।
এরপর প্রায় তিন মাস পার হলেও আশ্বাসের এ সহায়তার অর্থ না পেয়ে একদিকে ক্ষতিগ্রস্তরা যেমন সন্দিহান, তেমনি তাদের প্রশ্নের মুখে বিব্রত গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা এবং মঞ্চের সংশ্লিষ্টরা জানান, গণজাগরণ মঞ্চের ‘রোড মার্চ’ ১৯ জানুয়ারি কর্ণাই গ্রামে আসে। সেখানে গণজাগরণ মঞ্চ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কথা বলেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সেখানে ঘোষণা দেন- মারাত্মক ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের প্রতিটিকে ২০ হাজার টাকা, তুলনামুলক কম ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের প্রতিটিকে ১০ হাজার টাকা এবং ১৫০টি পরিবারকে শাড়ি-লুঙ্গি প্রদান করা হবে।
এই সহায়তা শিগগিরই গণজাগরণ মঞ্চের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে হস্তান্তর করার কথা বলা হয় ওই সভায়।
কিন্তু গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের ঘোষিত সেই টাকা আজো প্রদান করা হয়নি।
অন্যান্যদের মধ্যে বাড়িতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হন সন্তোষ রায় এবং বাড়ি ভাংচুরের শিকার হন পারুল বেগম।
তারা এবিসি নিউজ বিডিকে জানান, গণজাগরণ মঞ্চের ঘোষণার টাকা কেউ পায়নি। স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা ওই টাকা আসেনি বলে জানান।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের স্থানীয় প্রতিনিধি উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি রেজাউর রহমান রেজু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দিন বাচ্চু টাকা প্রদানের ঘোষণা এবং এখনো ওই টাকা না পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি এবিসি নিউজ বিডিকে জানান, “বিষয়টি ঢাকায় বার বার জানানো হয়েছে। কিন্তু নেতৃবৃন্দ এটি সমাধানে কেন এগিয়ে আসছেন না আমরা জানি না।”
এজন্য এলাকার ক্ষতিগ্রস্তদের কাছে প্রায়ই তারা বিভিন্ন প্রশ্নের মুখে বিব্রতকর অবস্থায় পড়ছেন বলে জানান রেজু।
এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের অন্যতম কেন্দ্রীয় সংগঠক মাহমুদুল হক মুন্সী এবিসি নিউজ বিডিকে বলেন, সহায়তার অর্থ তারা বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দিয়ে আসছেন। এরই মধ্যে দিয়েছেন রংপুর, গাইবান্ধা ও যশোরে। কর্ণাইয়েও দেয়া হবে।
নিজেরা অর্থ সংগ্রহ করছেন বলে একটু দেরি হচ্ছে বলে জানান মঞ্চের কেন্দ্রীয় এই নেতা।