এক আসনে লড়াইয়ের সুযোগ পাচ্ছেন মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ সাধারণ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনে প্রথম ও দ্বিতীয় আসনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় সৃষ্টি হয়।
রোববার নির্বাচন কমিশনে মোশাররফের তৃতীয় আসনের মনোনয়নপত্র গৃহীত হয়। এর ফলে নির্বাচনে একটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
জেনারেল (অব.) মোশাররফ পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনের চিত্রাল আসন থেকে নির্বাচনে লড়বেন।
চার বছরের নির্বাসন জীবন কাটিয়ে গত মাসে দেশে ফেরেন মোশাররফ। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর মোশাররফ নয় বছর পাকিস্তান শাসন করেন।