রাজনীতিবিদদের দুর্নীতি বন্ধে শপথ করতে হবে: মুজিবুল হক চুন্নু

Mojibul Haque Chunnu মুজিবুল হক চুন্নুমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যদি সব রাজনীতিবিদরা শপথ করেন দলে কোনো দূর্নীতিবাজ রাখবো না, তাহলেই দেশ থেকে সহজে দুর্নীতি দূর করা যাবে। চুরি বন্ধ করা যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানবাধিকার কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সবার ঘর থেকে মানবাধিকার চর্চা শুরু করতে হবে। তাহলেই পরিপূর্ণভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত জাতি হিসেবে আমরা আত্মনির্ভরশীল না হবো, শিক্ষিত না হবো, ততদিন পর্যন্ত মানবাধিকারের কাজ করে কোনো লাভ হবে না।

তিনি আরো বলেন, রাজনীতিতে হরতালের অধিকার আছে। হরতালের গণতান্ত্রিক অধিকার নেই। কোনো দেশের সংবিধানে হরতাল নেই। হরতাল পালন করলেও হরতালের নামে সহিংসতা করা যাবে না।

পিতা-মাতার প্রতি সন্তানের অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, সন্তানরা যদি পিতা-মাতার ভরণ পোষণ না করে তাহলে শাস্তির বিধান হচ্ছে- ৩ মাসের জেল ও ২ লাখ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল।

মানবাধিকার সংস্থা বাসককে সহযোগিতা করার জন্য ৯ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়। এরা হলেন পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, মুগদা থানার ওসি ওমর ফারুক, নড়াইল নরগাজী থানার ওসি শরীফ কুমার, নরসিংদীর বেলাবো থানার ওসি বদরুল আলম খান, নীলফামারী সৈয়দপুর থানার ওসি সহিদার হাওলাদার, সিলেট সদর থানার শফিকুর রহমান, মৌলভীবাজার  থানা আশিকুর রহমান, সিলেট ফেন্সিগঞ্জ থানার এস আই কাজী মোক্তাদির, সিরাজদিখান থানার এস আই আবীর হোসেন।

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের যাত্রাবাড়ী থানার উপদেষ্টা মোসলেহ উদ্দিন আহমেদ জসিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগরিকা ইসলাম, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিমোহন বিশ্বাস, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ ইলিয়াস-উর-হমান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচালক কামাল হোসেন চৌধুরী ও রিয়াজ হোসেন, নির্বাহী পরিচালক মোতালেব খান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ