কাবুলে নির্বাচন কমিশন ভবনে তালেবানদের হামলা

Taleban Attack Afganistan তালেবান হামলা আফগানিস্তানআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বিদ্রোহীরা রাজধানী কাবুলে নির্বাচন কমিশনের সদর দফতরে আক্রমণ চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে তারাই এ আক্রমণ চালিয়েছেন। পুলিশ বলেছে, তারা তিন জন আক্রমণকারীকে গুলি করে হত্যা করেছে।

বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র নিয়ে তালেবান সদস্যরা নির্বাচন কমিশনের কাছাকাছি একটি তিনতলা ভবনে ঢুকে পড়ে এবং সেটিকে তারা উচ্চ-নিরাপত্তাব্যবস্থা সম্বলিত নির্বাচন কমিশন ভবনের ওপর আক্রমণ চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এরপর তারা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে কমিশন ভবনের ওপর গুলিবর্ষণ শুরু করে।

এ সময় বেশ কিছু বিস্ফোরণ এবং গুলির শব্দ শোনা যায়। পুলিশ বলছে, আক্রমণকারীদের দমন করতে বিশেষ বাহিনী ওই ভবনটির ভেতরে ঢুকেছে। কাবুল পুলিশ প্রধান বলেছেন তারা আক্রমণকারীদের কোণঠাসা করে ফেলেছেন। তিনি আরো জানান, আক্রমণকারীরা সংখায় চার জন এবং তাদের কাছে রকেটচালিত গ্রেনেড সহ হালকা ও ভারী অস্ত্র রয়েছে।

নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ বলেছেন, কমিশন ভবনের ভেতরে লোকেরা নিরাপদে আছেন। তালেবান এর আগেই হুমকি দিয়েছে যে তারা আগামি সপ্তাহে অনুষ্ঠেয় ওই নির্বাচন বিঘ্নিত করবে।  এক সপ্তাহ আগেই নির্বাচন কমিশনের ভবনে আরো একদফা আক্রমণ হয়েছিল।

আক্রমণটি এমন এক সময় চালানো হলো – যখন আর কয়েকঘন্টা পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলো ভোট কেন্দ্র খোলা হবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর কথা। এর একদিন আগেই বিদেশী ত্রাণকর্মীরা থাকতেন এমন একটি ভবনে আক্রমণ চালানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ