বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

Bangladesh vs Pakistan Cricketস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে সুপার টেন-এ নিজেদের দুটি খেলার একটিতেও জয় পায়নি বাংলাদেশ। সে হিসেবে সেমিফাইনালে ওঠার আশা নেই বললেই চলে।

এছাড়া টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে এর আগে ছয়বারের দেখায় বাংলাদেশের কোনো জয় নেই। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজমল-হাফিজ-গুলদের বোলিংয়ের সামনে সাকিবের দুর্দান্ত ইনিংস কিছুটা আশা জাগানো এবং অনুপ্রেরণা হতে পারে।

ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক নিজে না এসে পাঠালেন দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে।

সংবাদ সম্মেলনে প্রথমেই সাকিব জানান হয়তো এখন আর আমাদের বাড়তি চাপ নেই। বাস্তবতা আমরা সেমিফাইনাল থেকে বেশ খানিকটা দূরে সরে গেছি। তবে খেয়াল করলে দেখবেন আমাদের মূল লক্ষ্য ছিল চূড়ান্তপর্বে কোয়ালিফাই করা। সেটা আমরা করেছি। এখন আমাদের লক্ষ্য একটা বড় দলকে হারানো, তবে দুইটা হলেও খারাপ হবে না।

তবে বাংলাদেশের সঙ্গে রোববারের ম্যাচকে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগের শনিবার পাকিস্তান অধিনায়ক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সব ম্যাচকেই সমান গুরুত্ব দিতে চাইলেন।

হাফিজ বলেন, প্রথম ম্যাচ ভারতের সঙ্গে হেরে কিছুটা চাপে পড়েছিল তার দল। তবে গত ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ কামব্যাক ভাল কিছুরই ইঙ্গিত। পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। নেট রানরেট বিষয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই। ম্যাচ বাই ম্যাচ জিততে হবে। জয় ছাড়া ভাববার সুযোগও নেই। পয়েন্টে সবারই সুযোগ আছে।

তাছাড়া বাংলাদেশের দিন যেকোনো দলই হারতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ