সিলিন্ডার বিস্ফোরণে কামরাঙ্গীরচরে দগ্ধ ৩ জনের মৃত্যু
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-শিশুসহ একই পরিবারের দগ্ধ তিনজনই মারা গেলেন। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শনিবার সকাল পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন জলি আক্তার (২৮), তার ছেলে মো. আলিফ (২) ও জলি আক্তারের মা আকলিমা বেগম (৫০)। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশী শাহাবুদ্দিন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। দুর্ঘটনায় তিনজনের মুখমণ্ডল ও শ্বাসনালীসহ সারা শরীর পুড়ে যায়।
আকলিমা বেগম মারা যান শনিবার বিকাল ৬টায়। রাত সোয়া ১০টায় জলি আক্তার ও সোয়া ১টায় মো. আলিফ মারা যায়।
স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, দগ্ধ জলি আক্তার তার স্বামী সন্তানকে নিয়ে কামররাঙ্গীরচরের মজিবরের ঘাটের নোয়াখাইল্ল্যার বাড়িতে ভাড়া থাকত।
শনিবার সকাল পৌনে ১১ টার দিকে জলি আক্তার ও তার মা আকলিমা বেগম বসুন্ধরার এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। ওই সময়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা তিনজন গুরুতর দগ্ধ হয়। দগ্ধ জলি আক্তারের স্বামীর নাম রমজান আলী। তিনি পেশায় একজন এয়ারকন্ডিশন মেরামতকারী ও লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। এছাড়া আকলিমা বেগমের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশুটির শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে।