প্রিসাইডিং অফিসারসহ বরখাস্ত ১৯ জন

Election Commission নির্বাচন কমিশনমনির হোসেন মিন্টু, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টাঙ্গাইল-৮ উপনির্বাচনে ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ ১৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়। আরপিওর ৮১ ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া প্রিসাইডিং অফিসাররা হলেন- শুকুর মাহমুদ মিয়া (প্রধান শিক্ষক, কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়), সহকারী প্রিসাইডিং অফিসার- মো. মাহিনুর রহমান (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর) মো. আ. জলিল মিয়া (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. আব্দুছ ছামাদ (সহকারী শিক্ষক, জমশেরনগর ভিএসআই উচ্চ বিদ্যালয়, সখীপুর), মো. আজহার আলী (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), গোপীনাথ বসু (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. মোজাম্মেল হক (সহকারী শিক্ষক, প্রতিমা বঙ্কি একতা উচ্চ বিদ্যালয়, সখীপুর)।

এছাড়া ১২ পোলিং অফিসারকেও বরখাস্ত করা হয়েছে।

ভোটগ্রহণের আগের দিন শনিবার এ কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরে রাখার অভিযোগে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ