দুদকের নিরপেক্ষতা নিয়ে সংশয় কেটে যাবে

dudok hall mark দুদক হল মার্কমনির হোসেন মিন্টু, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুদকের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় আছে, তা শিগগির কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, দুদকের কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে, তা দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা অপেক্ষা করুন, অচিরেই এ সংশয় দূর হবে। আমরা লোক দেখানোর জন্য কোনো কাজ করছি না।

রোববার দুপুরে দুদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত দিয়ে দেশের জনগণকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বলেন,  আমরা লোক দেখানোর জন্য কোনো কাজ করছি না। কোনো অবস্থাতেই দুর্নীতিবাজদের ছাড় দেয়ার অবকাশ নেই। দুর্নীতিবাজরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে দুদকের কার্যক্রম চলবে।

নারী সংসদ সদস্যদের অবৈধ সম্পদের বিষয়ে দুদক কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রানা প্লাজার ঘটনায় অভিযুক্তরা আদালত থেকে কিভাবে ছাড়া পাচ্ছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন,  এ ব্যাপারে তদন্তের কোনো গাফলতি আছে কিনা এবং আদালত থেকে কিভাবে জামিন পেল এ বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। আমরা  রাজনৈতিক বিবেচনায় কাউকে ধরছি না বা ছাড় দিচ্ছি না।

এর আগে সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে দুদক চেয়ারম্যান, কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী র‌্যালি কাকরাইল, বিজয় নগর ও পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ