দক্ষিণ সুদানে গৃহহীন হয়ে পরেছে ১০ লাখ লোক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দক্ষিণ সুদানে চলমান সংঘাতে ১০ লাখেরও বেশি লোক ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
গৃহহীন জনগোষ্ঠীর মধ্যে ৮ লাখ ৩২ হাজার জন দেশটির অভ্যন্তরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বাকিরা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
প্রতিবেদনটিতে সহিংসতা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সহিংসতার কারণে খাদ্য নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়ক অফিস (ওসিএইচএ)। দেশটির প্রায় ৩৭ লাখ মানুষ সর্বোচ্চ পর্যায়ের খাদ্য সঙ্কটের ঝুঁকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪৯ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি দুর্গম এলাকায় সহিংসতার শিকারদের কাছে সাহায্য পৌঁছানো অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর সুদান থেকে পৃথক হয়ে ২০১১ সালে পৃথিবীর নবীনতম রাষ্ট্র হিসেবে জন্মলাভ করে দক্ষিণ সুদান।