বিকেলে সংসদের মুলতবি অধিবেশন শুরু

Parlament সংসদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টানা চার দিন বিরতির পর রোববার বিকেলে আবার বসছে সংসদের মুলতবি অধিবেশন। আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও মন্ত্রীদের প্রশ্নোত্তর রাখা হয়েছে।

এছাড়া দশম সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বসবে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক হবে।

জানা গেছে, চলতি সপ্তাহেই বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো গঠিত হবে। এরই মধ্যে কমিটির সদস্যদের নামের তালিকা তৈরি করা হয়েছে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি গঠনের প্রস্তাব তুলবেন। পরে সংসদ তা অনুমোদন করবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি গঠিত ৫টি সংসদীয় কমিটির মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি বৈঠক করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ