ভোট নিয়ে শঙ্কায় বিএনপি

salauddin সালাউদ্দিনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনের পঞ্চম পর্বের ভোটের আগে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে ব্যাপক কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

৭৩টি উপজেলায় ভোটগ্রহণের আগের দিন শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান দলের যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমাদের কাছে খবর আসছে, প্রায় সব কয়টি উপজেলায় বিরোধী দলের সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার জন্য ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।

“ক্ষমতাসীনদের এরকম কর্মকাণ্ডে আমরা আশঙ্কা করছি, বিগত নির্বাচনের মতো আগামীকালও সহিংসতা চালিয়ে ভোটকেন্দ্র দখল থেকে শুরু করে ব্যালট পেপারে সিল মারা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মাধ্যমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদগুলো তারা ছিনিয়ে নেবে।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফেনীর ছাগলনাইয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুমিলার চান্দিনা, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, ময়মনসিংহের গফরগাঁও, লক্ষীপুরের সদর ও রামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, টাঙ্গাইলের গোপালপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তারসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

সালাহউদ্দিন বলেন, “ক্ষমতার বাইরে থেকে হোক অথবা ক্ষমতায় অধিষ্ঠিত থেকে হোক, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিই হলো আওয়ামী লীগের অনুষঙ্গ। গণতন্ত্রের লেবাসে তারা গণতন্ত্রকে বার বার গলাটিপে হত্যা করেছে।”

বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ আখ্যায়িত করে তাদের পদত্যাগের আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ