অর্থমন্ত্রীর ব্যাংক জালিয়াতির দোষ স্বীকার
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে জালিয়াতি হয়েছে তাতে ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি আমরাও দোষী।’
রোববার দুপুরে মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত মন্ত্রীদের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়ের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে জালিয়াতি হয়েছে তাতে ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি আমরাও দোষী। যার কারণে ২৫শ থেকে তিন হাজার কোটি টাকা পাওয়া যায়নি।’
তবে জালিয়াতির পরেও সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রশ্নে তিনি বলেন, ‘সুদের হার একটি জটিল সমস্যা। কিছু ক্ষেত্র ছাড়া সরকার ২০০৪ সাল থেকে সুদের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। শুধু কৃষি ক্ষেত্রে সুদের হার বেঁধে দেওয়া রয়েছে।’
এসময় ভূমিদস্যুতা আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ভূমিদস্যুতা এখন ক্ষমতাশালীদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। যারাই ক্ষমতাশালী তারাই ভূমিদস্যু।’
পরিবেশের ছাড়পত্রের জন্য ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়- ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে অর্থমন্ত্রী বলেন, ‘এটা এখন প্রশাসনিক কালচার হয়ে দাঁড়িয়েছে। আর এই যে প্রশাসনিক কালচার সেটা দুষ্টু। আমরা চেষ্টা করছি কিভাবে কালচারটা পরিবর্তন কর যায়।’
গ্যাস সংকট বিষয়ে তিনি বলেন, ‘গ্যাস সংকট সামাধান করতে আরও দুই-এক বছর সময় লাগতে পারে। তবে এর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশিদিন আর দুর্ভাগ পোহাতে হবে না। এই সংকটের কারণে সরকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে এগুচ্ছে।’
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআইএর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ-সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।