বাংলাদেশের ব্যবসায়ীরা ফাঁকিবাজ : রুশ রাষ্ট্রদূত

Russia rastrodutআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের ব্যবসায়ীদের অলস ফাঁকিবাজ ও ননসেন্স বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ।

রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে বিআইআইএসএস আয়োজিত ‘কান্ট্রি লেকচার অন রাশিয়া ইন মডার্ন ইন্টারন্যাশনাল পলিসি’শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

রুশ রাষ্ট্রদূত বলেন বলেছেন, ‘তারা ননসেন্স। কাজ করতে চান না। কেবল অফিসে বসে বসে মেইল করেন। কোনো দেশ অন্য কারও জন্য রফতানি উন্নয়ন ব্যুরোর কাজ করবে না। নিজেদের দেশের উন্নয়নে নিজেদেরই পরিশ্রম করতে হবে।’

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিরাপদ নয়। কিন্তু এ তথ্য সঠিক নয়। রূপপুর পারমাণবিক প্রকল্পে যে মডেল অনুসরণ করা হয়েছে, একই মডেল বিশ্বের আরও ৩০টি স্থানে ব্যবহার করা হচ্ছে।’

আলোচনায় উপস্থিত ছিলেন বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এসএম শফিউদ্দিন আহমেদসহ কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রদূতরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ