বাংলাদেশের টার্গেট ১৯১

bangladesh cricket বাংলাদেশ ক্রিকেটস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আর কিছু হারানোর ভয় নেই বাংলাদেশের! উল্টো পাকিস্তান চাপে, পা হড়কালেই বন্ধ হয়ে যেতে পারে সেমিফাইনালে ঢোকার দরজা! তবে হারানোর কিছু না থাকলেও পাওয়ার আছে বাংলাদেশের। সেই ১৯৯৯ বিশ্বকাপ ম্যাচে জেতার পর কোনো ফরম্যাটেই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। আজ ভাগ্যটা  বদলাতে টস হেরে বোলিংয়ে তারা। রান তাড়া করার চাপ না নিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ হাফিজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ১৯০ রান।

সুপার টেনে দুই ম্যাচ হারলেও সেমিতে ওঠার সম্ভাবনা কিন্তু এখনো আছে বাংলাদেশের। তবে জটিল এবং প্রায় অসম্ভব সে চিন্তা যে বাংলাদেশ দলের আশপাশেও নেই, সেটি সাফ জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। আজ তাদের একটাই লক্ষ্য চাপমুক্ত হয়ে খেলে নিজেদের সেরাটা উজার করে দেওয়া।

মিডল অর্ডার টলমল দেখে তিন থেকে চারে সাকিবকে নামিয়ে সুফল না মেলায় আবারও পুরনো ফর্মেশনে যাচ্ছে বাংলাদেশ। সাকিব তিনে আর মুশফিকুর রহিমকে চার নম্বরে নামিয়ে যদি ইনিংসের দৈর্ঘ্য বাড়ানো যায়। একটি করে পরিবর্তন আছে দুই দলে। সোহাগ গাজীল জায়গায় ফিরেছেন আব্দুর রাজ্জাক। আর বিলওয়াল ভাট্টির জায়গায় পাকিস্তান ফিরিয়েছে সোহেল তানভিরকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ