শিবচরে অটোরিকশাসহ ৬টি বসতঘর, গবাদি পশু ভস্মীভূত

Fire আগুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ মাদারীপুর জেলার শিবচরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর, দু’টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক শিশুসহ দুই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একটি গরু অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

জানা গেছে, রোববার ভোরে ওহাব দারোগার বাড়িতে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পরলে ওহাব দারোগা, ফোরমান দারোগা, কোরমান দারোগা ও শিবলী দারোগার মোট  ছয়টি ঘর ভস্মীভূত হয়। এ সময় দু’টি অটোরিকশা পুড়ে যায়। গোয়াল ঘরে রাখা একটি গরু ও ছাগল অগ্নিদ্বগ্ধ হয়। এলাকাবাসী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির দুই নারী ও এক শিশু আগুনে দগ্ধ হন। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

শিবচর দত্তপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এসআই প্রশান্ত জানান,  অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে গেছে্। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ