খালেদাকে রাজনীতি থেকে বিতাড়িত করব: আমু
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অপরাজনীতির পথ থেকে সরে না এলে খালেদা জিয়াকে চিরদিনের জন্য রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার পতন দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
আমু অভিযোগ করে বলেন, যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হয় তখনই বিএনপি-জামায়াত তাদের কণ্ঠ রোধ করতে চায়। একাত্তরে পাকিস্তানিরা যে নির্যাতন করেছিল ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত দেশে সেই রকম নির্যাতন করেছে।
তিনি বলেন, আজ জাতীয় সঙ্গীতে বিশ্বরেকর্ড খালেদা জিয়া সহ্য করতে পারেনি। তাই আন্দোলনের বিশ্বরেকর্ড করতে চায়। কিন্তু এ রেকর্ড করার কোনো সামর্থ তাদের নেই। তারা শুধু দেশে আন্দোলনের নামে নৈরাজ্যই সৃষ্টি করতে পারে।
খালেদা জিয়ার সকল অপচেষ্টা রুখতে দলীয় নেতা-কর্মীদের সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।
খালেদা জিয়ার উদ্দেশ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বলেন, ইতিহাস বিকৃত করবেন না। আজ আপনারা কিভাবে বলেন যে জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের শুধুই ধিক জানাই।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।