ফের শীর্ষে টাইগার উডস
প্রায় আড়াই বছর পর ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের গলফার টাইগার উডস। আর্নল্ড পালমার পিজিএ ট্যুর জিতে ২০১০ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো গলফ র্র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ৩৭ বছর বয়সী টাইগার উডস।
গলফ জগতে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল টাইগার উডসের। টানা ৬২৩ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখে বিশ্বরেকর্ডও গড়েছিলেন এই মার্কিন গলফার।
কিন্তু ২০০৯ সালে তার কিছু ব্যক্তিগত গোপন সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার পর রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ১৪টি মেজর শিরোপাজয়ী উডস। সেই ধাক্কা কাটিয়ে ২০১০ সালের এপ্রিলে ফের গলফের ময়দানে ফিরে আসেন তিনি।
তবে নিজের হারানো আধিপত্য পুনরুদ্ধার করার কাজটা সহজ ছিল না উডসের জন্য। ২০১১ সালের নভেম্বরে র্যাঙ্কিংয়ের ৫৮তম অবস্থানে নেমে যান তিনি।
উডস শীর্ষস্থান উঠার পথে পেছনে ফেলেছেন উত্তর আয়ারল্যান্ডের ররি ম্যাকলরিকে। আসলে ম্যাকলরিই সুযোগ করে দিয়েছেন উডসকে। রবিবার ২৩ বছর বয়সী ম্যাকলরি হিউসটন ওপেন গলফের শিরোপা জিততে ব্যর্থ হলে শীর্ষে উঠে যান উডস।
১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করার মাত্র এক বছরের মাথায়, ১৯৯৭ সালের জুনে প্রথম বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি।
১৯৯৯ সালের অগাস্ট থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ২৬৪ সপ্তাহ এবং ২০০৫ সালের জুন থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত টানা ২৮১ সপ্তাহ সবার ওপরে থাকার কৃতিত্ব দেখিয়েছিলেন ইতিহাসের সফলতম গলফার।
শীর্ষ পাঁচ গলফার:
১.টাইগার উডস (যুক্তরাষ্ট)-পয়েন্ট ১১.৭৪
২.ররি ম্যাকলরি (উ.আয়ারল্যান্ড)-পয়েন্ট ১০.৮৭
৩.জাস্টিন রোজ (বৃটেন)-পয়েন্ট ৭.০১
৪.লুক ডোনাল্ড (বৃটেন)-পয়েন্ট ৬.৬৯
৫.ব্রান্ডার্ট স্যানিডিকার (যুক্তরাষ্ট্র)-পয়েন্ট ৬.২৯