টার্মিনেটর নিয়ে আসছে নতুন চমক

terminator 3 arnold schwarzenegger টারমিনেটর আর্নল্ডবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টার্মিনেটর সিরিজের পঞ্চম সিনেমা ‘টার্মিনেটর: জেনেসিস’-এ দর্শকদের জন্য বেশ কিছু চমক থাকার কথা বললেন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনিগার।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের তথ্য অনুযায়ী, টার্মিনেটর সিরিজের পঞ্চম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শোয়ার্জনিগার।

১৯৮৪ সালে সিরিজের প্রথম সিনেমায় অভিনয়ের সময় তার বয়স ছিল ৩৭ বছর। আর এখন ৬৬ বছর বয়সে আবারও ওই অ্যাকশন সিরিজের পঞ্চম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এমটিভি নিউজের সূত্রে কন্টাক্টমিউজিক জানায়, শোয়ার্জনিগার সিনেমাটি সম্পর্কে বলেন, “আগের পর্বগুলোর মতোই সিনেমার চরিত্রগুলো হবে মেশিনকেন্দ্রিক।”

তিনি আরও বলেন, “ধাতব কঙ্কালের উপর দেওয়া হয়েছে মানুষের মাংস এবং চামড়া। মানুষের আদলেই তৈরি করা হয়েছিল টার্মিনেটরের রোবটদের। প্রথম সিনেমার মতো হুবহু নয়– কিন্তু সেই ধারাই বজায় থাকবে পঞ্চম সিনেমাতেও।”

টার্মিনেটর অ্যাকশনভিত্তিক সিনেমা। পঞ্চম সিনেমাতে এসে অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় সম্পর্কেও কথা বলেন শোয়ার্জনিগার। তিনি বলেন, “৩০ থেকে ৪০ বছর বয়সে অ্যাকশন দৃশ্যে অভিনয় সহজ হলেও সে তুলনায় ৬৬ বছর বয়সে এসে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়।”

আশির দশকের জনপ্রিয় সাই-ফাই মুভি ফ্যাঞ্চাইজি ‘দ্য টার্মিনেটর’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ১৯৮৪ সালে। ওই সিনেমাসহ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘দ্য জাজমেন্ট ডে’ পরিচালনা করেছিলেন জেমস ক্যামেরন। সিরিজের প্রথম তিন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোয়ার্জনিগার। এক সময়ের পেশাদার বডিবিল্ডার শোয়ার্জনিগার অভিনেতা হিসেবে বিপুল জনপ্রিয়তা পান সিরিজটির মাধ্যমে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত টার্মিনেটরের চতুর্থ সিনেমা ‘টার্মিনেটর: স্যালভেশন’-এ ছিলেন না শোয়ার্জনিগার। আর তাই পঞ্চম সিনেমাটি নিয়ে অনেক বেশী আগ্রহী তিনি। চতুর্থ সিনেমাতে কাজ করতে না পেরে কিছুটা আশাহতও হয়েছিলেন তিনি।

সিরিজের পঞ্চম সিনেমা ‘টার্মিনেটর: জেনেসিস’ মুক্তি পাবে ২০১৫ সালের ১ জুলাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ