গোল্ডেন কেলা এ্যাওয়ার্ডে অজয়-সোনাক্ষি
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্বিতীয় বছরের মতো গোল্ডেন কেলায় নিকৃষ্টতম অভিনেতা- অভিনেত্রীর পদক পেয়েছেন অজয় দেবগান এবং সোনাক্ষি সিনহা।
এর আগে ‘সান অফ সর্দার’ ও ‘ বোল বচ্চন’ সিনেমায় অভিনয়ের জন্য অজয় এবং ‘দাবাং’ ও ‘রাউডি রাঠোর’ সিনেমায় অভিনয়ের জন্য সোনাক্ষি নিকৃষ্টতম অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন।
এশিয়ান নিউজ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরই বলিউডে সেরাদের পুরস্কৃত করতে আয়োজিত হয় অনেকগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান। তবে সেরাদের ভিড়ে খারাপ শিল্পী ও কলাকুশলীদের জন্য ছয় বছর ধরে আয়োজিত হচ্ছে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড।
এই অ্যাওয়ার্ড সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ প্রধান অনন্ত সিং বলেন, “বক্স অফিসে আয়ের পরিমাণ দিয়ে সিনেমার গুণগত মান যাচাই করা যায় না। আজ থেকে ১০ বছর পর ওই সিনেমাগুলোকে সবাই ভুলে যাবে। কিন্তু কেলা অ্যাওয়ার্ড তাদের অপারগতাকে ধরে রাখবে সকলের সামনে।”
২০১৩ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত আশির দশকের সিনেমার রিমেক ‘হিম্মতওয়ালা’তে অভিনয়ের জন্য সবচাইতে খারাপ অভিনেতার পদক পেয়েছেন ৪৪ বছর বয়সী অজয়। অন্যদিকে শাহিদ কাপুরের সঙ্গে অভিনীত ‘র…রাজকুমার’ সিনেমায় অভিনয়ের জন্য সবচাইতে খারাপ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সোনাক্ষি সিনহা।
২৯ মার্চ ইন্ডিয়া হ্যাবিটেড সেন্টারে অনুষ্ঠিত হয় গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ অনুষ্ঠানটি।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে খারাপ অভিনয়ের পদক পেয়েছেন আদিত্য রয় কাপুর। পার্শ্ব চরিত্রে অভিনেত্রীদের তালিকা কিছুটা লম্বা। এ তালিকায় রয়েছেন ২০১৩ সালের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘রেইস টু’ সিনেমার জন্য দীপিকা ছাড়াও খারাপ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জ্যাকুলিন ফার্নান্ডেস এবং আমিশা প্যাটেল।
‘গোলিওকা রাসলীলা- রাম লীলা’ সিনেমার জন্য সবচাইতে খারাপ পরিচালক নির্বাচিত হয়েছেন সঞ্জয় লীলা বনসালি। আর সবচাইতে খারাপ সিনেমার খেতাব পেয়েছে ‘হিম্মতওয়ালা’।
এই অ্যাওয়ার্ডের তালিকা থেকে বাদ পড়েননি বলিউডের মি. পারফেক্ট আমির খানও। ‘ধুম থ্রি’ সিনেমার জন্য ‘বাওয়ারা হো গ্যায়া হ্যায় ক্যায়া’ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
সবচেয়ে বিরক্তিকর গান নির্বাচিত হয়েছে ‘বস’ সিনেমার ‘পার্টি অল নাইট’। আর বাজে লিরিকসের জন্য পদক পেয়েছে ‘কৃষ থ্রি’ সিনেমার ‘রাঘুপতি রাঘাভ’ গানটি।
মিউজিক ভিডিও ‘এক্সোটিক’-এর জন্য পদক পেয়েছেন প্রিয়াংকা চোপড়া। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় বাজে ভাষার জন্য দারা সিং অ্যাওয়ার্ড পেয়েছেন দীপিকা পাড়ুকোন। এই তালিকায় আরও আছেন সানি দেওল, উদয় চোপড়া, বিবেক ওবেরয়, শাহিদ কাপুরের মতো অভিনয় শিল্পী । খারাপ সিনেমার তালিকায় আছে ‘কৃষ থ্রি’, ‘ধুম থ্রি’ এবং ‘রানঝানা’-এর মতো জনপ্রিয় ও ব্যবসাসফল