খালেদা বিপজ্জনক: মায়া

maya মায়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানসিক হাসপাতালের বাইরে থাকলে যে কোনো সময় খালেদা জিয়া জাতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার পতন দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া এমন মিথ্যা বলেন যে তার কথা শুনলে মনে হয় তিনি বিশ্ব মিথ্যাবাদী। তার সম্পর্কে কথা বলতেই আমার ঘৃণা হয়। তার সকাল থেকে শুরু হয় মিথ্যা বলা আর রাতে শোবার আগে শেষ হয়। তার কথা শুনে তাকে পাগল মনে হয়। এখন তাকে পাবনায় নিয়ে যাওয়া উচিৎ। আর তারেক রহমান নিয়ে চিন্তা না করে দেশের দিকে মনোযোগ দেওয়াই ভালো।

স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি খালেদা জিয়ার জন্য দেশী-বিদেশী ১৬ জন ডাক্তার নিয়ে বোর্ড গঠন করুন। কেননা তার মানসিক অবস্থা খুবই খারাপ।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, রাজাকারদের বিচার হয়েছে কিন্তু এখনও যে কেন তাদের ঝুলানো হচ্ছে না তা বুঝতে পারছি না। এ কাজটা খুব দ্রুত শেষ করতে হবে।

শেখ হাসিনা সবসময় ধানের গন্ধ পান, আর খালেদা জিয়া সবসময় বোমের গন্ধ পান বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। তিনি এ কথা বলে মিথ্যাচার করছেন।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের মিথ্যাচার করে আপনি জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। এতে আপনারই সম্মান নষ্ট হবে। আর আন্দোলনের যে কথা বলেন, আপনার আন্দোলনের কোনো সামর্থ্যই নেই। কারণ জনগণ আপনাদের পাশে নেই।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ