পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে উ.কোরিয়া

north koria উত্তর কোরিয়াআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফের পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। রোববার দেশটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে স্বল্পপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর পাশাপাশি পারমাণবিক বোমা পরীক্ষার সম্ভাবনা বাতিল করে দেয়নি পিয়ংইয়ং।

ক্ষেপনাস্ত্র পরীক্ষার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নতুন ধরনের পারমাণবিক বোমা পরীক্ষার বিষয়টি আমরা বাতিল করে দিচ্ছি না।

আমাদের পারমাণবিক শক্তিবৃদ্ধির ক্ষেত্রে এটা করা আমাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র বিষয়টি ভালোভাবে অনুধাবন করবে ও হঠকারিতা পরিহার করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত সপ্তাহে একাধিকবার অনেকগুলো স্বল্পপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক উল্লেখ করে তার জবাবে পরীক্ষাগুলো চালানো হয় বলে জানিয়েছে পিয়ংইয়ং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ