লোক দেখানো কাজ করি না: দুদক চেয়ারম্যান

dudok hall mark দুদক হল মার্কসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনীতিবিদদের অবৈধ সম্পদ অনুসন্ধানে চলমান কর্মকাণ্ডে দুদকের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান।

রোববার কমিশন কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “আমি লক্ষ্য করেছি দুদকের প্রতি আপনাদের একটা অনাস্থা কাজ করে। হয়তো আপনারা ভাবছেন আমরা লোক দেখানো কাজ করছি। এটা সঠিক নয়। আমরা আন্তরিকভাবে আমাদের কাজ করে যাচ্ছি।”

“অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযান দেখা যায়নি। বর্তমানে আমরা কয়েকজন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছি। অপেক্ষা করুন, আমরা কি করি দেখুন।”

পত্রিকায় ‍প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ২০১৪ সালের নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগে গত মহাজোট সরকার আমলের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আসলামুল হক, সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সংসদ সদস্য আব্দুল জব্বারের সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

চলতি বছর ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে এই সাত মন্ত্রী-সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধানে কর্মকর্তাও নিয়োগ করে দুদক।

দুদকের যে ইউনিট নির্বাচনী হলফনামায় জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধির বিষয়টি অনুসন্ধানের দায়িত্বে রয়েছে, তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ গত মঙ্গলবার এবিসি নিউজ বিডিকে বলেন, সাবেক সাত মন্ত্রী-সংসদ সদস্য যাদের মধ্যে ছয় জন বর্তমান সংসদেও রয়েছেন- তাদের অবৈধ সম্পদের বিষয়ে তথ্য পেয়েছে দুদক।

দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের গত কিছুদিনের কার্যক্রম আপনারা দেখেছেন। আপনাদের প্রতি অনুরোধ, আমাদের কাজকে সন্দেহের চোখে না দেখে আমাদের সহযোগিতা করুন।”

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ