লেবাননে সেনা চৌকিতে হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় এক সেনা চৌকিতে গাড়িবোমা হামলায় তিনজন লেবাননি সেনা নিহত হয়েছেন। এতে অপর তিনজন আহত হয়েছেন। লেবাননের পূর্বাঞ্চলীয় বাআলবেক প্রদেশের আরসাল শহরের সেনাচৌকিটিতে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
আরসাল শহরটি রাজধানী বৈরুত থেকে ১২৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য এ শহরটি পরিচিতি লাভ করেছে।
লেবাননের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছ, সম্প্রতি সিরিয়ার কৌশলগত পার্বত্য অঞ্চল কালামুন সরকারি বাহিনী পুনর্দখল করলে সেখানকার অস্ত্রধারীরা এই আরসাল শহরে এসে আশ্রয় নিয়েছে।
লেবাননের জনগণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে একাধিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।