তালায় মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা এলাকায় একটি মৎস্য ঘের থেকে মুহিব উল্লাহ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রাড়লি গ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে বলে জানায় পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টায় এলাবাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে তালা থানা ওসি মতিয়ার রহমান লাশটি উদ্ধার করে।
ওসি মতিয়ার রহমান জানান, লাশের গায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর লাশটি মৎস্য ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।