সিরাজগঞ্জে ছয়তলা থেকে পড়া ছাত্রীটি মারা গেছে

sirajgonjরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হওয়ার ছয় দিন পর সেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৩টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাহমুদা খাতুন লিজা (১৮)।

লিজার বড় ভাই রাজু আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লিজা সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ও জেলা জজ আদালতের পেশকার লিয়াকত আলীর মেয়ে।

গত ২৪ মার্চ বিকালে শহরের এসএস রোডের ফ্রেন্ড্রস প্লাজার ছাদ থেকে পড়ে যান লিজা। একই রোডের বিআরবি ভবনের চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন লিজা।

স্থানীয়দের ধারণা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক লিজার এক বান্ধবী ওইদিন এবিসি নিউজ বিডিকে জানান, ফ্রেন্ডস প্লাজার মালিক সুনীল  চন্দ্রের ছেলে রাজিবের সঙ্গে লিজার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হবার পর উভয় পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে।

ঘটনার দিন বিকালে এক বান্ধবীর মাধ্যমে রাজিব লিজাকে ছাদে ডেকে নিয়ে যাবার পর সে ছাদ থেকে পড়ে আহত হওয়ায় ধারণা করা হয় কেউ লিজাকে ছাদ থেকে ফেলে দিয়েছে।

লিজার বড় ভাই রাজু আহম্মেদ এবিসি নিউজ বিডিকে জানান, চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনও মামলা করা হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ