চীনা স্বজনদের ক্ষোভ, সূত্র পাওয়ার আশাবাদ অস্ট্রেলিয়ার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ৩৭০ এর সন্ধানের ক্ষেত্রে শিগগিরই কোন যোগসূত্র পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। এদিকে বিমানের চীনা যাত্রীদের স্বজনরা মালয়েশিয়ায় গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্বজন হারানো ব্যথাতুর মানুষগুলো মালয়েশীয় সরকারের কাছে সত্য ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন। তাদেরকে ভুল তথ্য দেয়ার জন্য মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তারা।
এদিকে ভারত মহাসাগরে নতুন বস্তুর সন্ধান পাওয়ার পর রোববার সেখানে আরও ১০টি হেলিকপ্টার এবং ৮টি জাহাজ পাঠানো হয়েছে৷ ভারত মহাসাগরের দক্ষিণ অংশে সন্দহজনক কয়েকটি বস্তুর সন্ধান মিলেছে৷
অস্ট্রেলিয়া প্রশাসন সূত্রে খবর, চিহ্নিত বস্তুগুলো নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ধ্বংসাবশেষ বলে অনুমান করা হচ্ছে৷ ৮ মার্চ রাতে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এমএইচ-৩৭০৷ ৫ ভারতীয় সহ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিলেন।