৫ম দফায়ও ফল ছিনিয়ে নিতে মরিয়া সরকার: বিএনপি

bnp logo বিএনপি প্রতীকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের ফলাফলও সরকার ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের যগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ্ বলেন, মনে হচ্ছে- এ অবৈধ সরকার গত চার ধাপের উপজেলা নির্বাচনে সহিংসতা চালিয়ে ভোট কেন্দ্র দখল, ব্যালেট বাক্স ও ব্যালেট পেপার ছিনতাই করে বিজয়ী হতে মরিয়া ছিলো। সোমবারের নির্বাচনেও তারা এসব কাণ্ড ঘটাবে।

রোববার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক ক্ষমতাধর প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকেও সরকার নিজেদের আজ্ঞাবহ করে রেখে ওটাকে কলঙ্কিত করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনে দলবাজ, অদক্ষ, লোকদের কমিশনে নিয়োগ দিয়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার চক্রান্ত করছে। ডাকাতি করে আগামীকালের নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে কমিশন সরকারি দলের ক্যাড়ারদের সর্বাত্মক সহযোগিতা করছে।

আওয়ামী লীগ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বুলি উড়িয়ে বাকশালি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সাথে চলতে পারে না। গণতন্ত্রের মুখোশে আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল।

তিনি বলেন, অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, গুম আর নির্যাতনের সম্বনয়ে গঠিত দল আওয়ামী লীগ। নির্বাচনে কারচুপি আর সহিংসতায় আওয়ামী লীগ ১৯৭৩ সাল থেকে পারদর্শী। ভোট ডাকাতি না করে এরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে দলবাজ কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে বিরোধী পার্থীদের বাড়িবাড়ি গিয়ে তল্লাশির নামে হামলা ও ভয়-ভীতি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বেলাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ