সিরিয়ায় অপহৃত দুই স্প্যানিশ সাংবাদিক মুক্ত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিরিয়ায় ৬ মাসের বেশি সময় ধরে অপহৃত থাকা দুই স্প্যানিশ সাংবাদিক মুক্তি পেয়েছেন। তারা নিজেদের দেশের পথে রয়েছেন বলে জানিয়েছে স্পেনের পত্রিকা এল মুন্ডো।
পত্রিকাটি জানিয়েছে, তাদের স্টাফ রিপোর্টার জাভিয়ার এসপিনোসা ও ফ্রিল্যান্স ফটোসাংবাদিক রিকার্ডো গার্সিয়া ভিলানোভাকে তুরস্কের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। বৈরুত বিমানবন্দরে তাদেরকে সুস্থ ও একসঙ্গে তোলা ছবিতে দেখা গেছে।
তারা কিভাবে মুক্ত হলেন তা বিস্তারিত জানানো হয়নি। গত বছরের সেপ্টেম্বর মাসে অপহরণের শিকার হন জাভিয়ার ও ভিলানোভা।
তারা দু’জন পেশাগত দায়িত্ব পালনের জন্য একাধিকবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সফর করেছেন। এর আগে ২০১২ সালেও সিরিয়ায় অপহরণের শিকার হয়েছিলেন তারা দু’জন। তখন অল্প কয়েকদিন পর মুক্ত হন তারা।